শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানের পার্লামেন্টে মারামারি

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের জাতীয় পরিষদে সরকার এবং বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ কারণে অধিবেশন ১৫ মিনিটের জন্য স্থগিত করা হয়। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।  সূত্র : পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউন। জানা গেছে, পাকিস্তানের বিরোধী দলের পাঁচ সদস্য স্পিকার আয়াজ সাদিককে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে বিশেষাধিকার ভঙ্গের প্রস্তাব স্বীকার করার অনুরোধ করেন। এ নিয়ে তেহরিক-ই-ইনসাফের এমপিদের সঙ্গে ক্ষমতাসীন পিএমএলএনের এমপিরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপরেও পাকিস্তান তেহরিফ-ই-ইনসাফের পক্ষ থেকে প্রতিবাদ চলতে থাকে। তারা পিএমএল-এন এর এক নেতার বিরুদ্ধে পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে অপমানজনক কথা বলার অভিযোগ তোলেন। এরপরেই সরকার এবং বিরোধী দলের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ শুরু হয়ে যায়। প্রসঙ্গত, পাকিস্তানের সর্বোচ্চ আদালতে এ সময় পানামা কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে যুক্ত একটি মামলার শুনানি চলছিল।

সর্বশেষ খবর