শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কমিটি নিরপেক্ষ হয়নি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

কমিটি নিরপেক্ষ হয়নি : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে ঘোষিত সার্চ কমিটি নিরপেক্ষ হয়নি। এ কমিটি গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেননি। এই কমিটিকে নির্দলীয় কিংবা      নিরপেক্ষ বিবেচনা করার কোনো অবকাশ নেই। গতকাল নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রতিক্রিয়া জানানো হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, এমন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে, যাদের নিরপেক্ষ বিবেচনা করার কোনো অবকাশ নেই। আর এই কমিটির মাধ্যমে নিরপেক্ষ, সৎ, সাহসী, যোগ্য ব্যক্তিরা নির্বাচন কমিশনার হবেন—এমন আশা করাও বাতুলতা। এ কমিটি বিএনপি প্রত্যাখ্যান করছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এখানে প্রত্যাখ্যান করা বা না করার কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন গঠন করার পরে প্রত্যাখ্যান করা বা না করার বিষয় আসতে পারে। তিনি বলেন, সুপ্রিম কোর্টে আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। আগেরবার গঠিত সার্চ কমিটিরও প্রধান ছিলেন তিনি। সেই কমিটির প্রস্তাবের ভিত্তিতে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসি গঠিত হয়। বর্তমান ইসি অযোগ্য, মেরুদণ্ডহীন ও বিতর্কিত। তিনি অভিযোগ করে আরও বলেন, সার্চ কমিটির আরেক সদস্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী হিসেবে বহুল পরিচিত ছিলেন। তার পিতা ডা. আখলাকুর রহমান আওয়ামী লীগের অন্যতম নেতা ছিলেন। তার ছোট ভাই প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন। সার্চ কমিটির আরেক সদস্য সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ছিলেন। বিতর্কিত সেই নির্বাচনকে নিয়মসিদ্ধ করার পুরস্কার হিসেবে অবসরের পর তাকে পিএসসির চেয়ারম্যান করা হয়। তিনি সরকারের ইচ্ছা পূরণে সচেষ্ট থাকবেন, এটাই তো স্বাভাবিক। এ কমিটির একমাত্র নারী সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীন আখতার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, শিরীন আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক নেতা হিসেবে ২০১৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য নির্বাচিত হয়ে?ছিলেন। তার বাবা আফসার কামাল চৌধুরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শিরীন আখতার নিজেও কক্সবাজার মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন। সার্চ কমিটির আরেক সদস্য বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ। তার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সরকারের অধীন একজন সরকারি কর্মকর্তা মাসুদ আহমেদ। তিনি সরকারের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা রাখেন না। অর্থাৎ সরকারের ইচ্ছা পূরণে তিনিও কোনো বাধা নন। তবে নতুন এই সার্চ কমিটির একমাত্র সদস?্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ?্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের বিষয়ে কোনো আপত্তি তোলেননি বিএনপি মহাসচিব। এ সার্চ কমিটিকে আগামী নির্বাচন প্রভাবিত করতে সরকারি ষড়যন্ত্র আখ্যায়িত করে বিএনপি মহাসচিব দেশবাসীকে সতর্ক হতে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কমিটি গঠনের ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্যান্য রাজনৈতিক দলের যুক্তিসঙ্গত প্রস্তাব অগ্রাহ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর