রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আনান কমিশন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মিয়ানমার থেকে আসা নতুন রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা জানতে আনান কমিশনের একটি প্রতিনিধি দল গতকাল ঢাকায় এসেছে। তিন সদস্যের এই প্রতিনিধি দল কক্সবাজারে গিয়ে সরেজমিন রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবে। এরপর দলটি ঢাকার ফিরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশন যা রাখাইন কমিশন নামে ব্যাপকভাবে পরিচিত তার তিন সদস্য উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে গতকাল বিকালে ঢাকায় আসেন। সফরের শুরুতে আজ তাদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। সেখানে নতুন আসা রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলবেন। এ ছাড়া আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার আগে রাখাইন কমিশনের তিন সদস্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাজিক স্টাডিজ আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেবেন। জানা যায়, এ দলটি রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ সম্পর্কে কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দফতরে একটি মূল্যায়ন প্রতিবেদন দেবে।

সর্বশেষ খবর