রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আশা করি ইসি আগেরটির মতো হবে না

নিজস্ব প্রতিবেদক

আশা করি ইসি আগেরটির মতো হবে না

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রত্যাশা করছেন, নতুন নির্বাচন কমিশন বিগত কমিশনের মতো হবে না। সার্চ কমিটি সবার কাছে গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করবে। তিনি বলেন, সার্চ কমিটিতে যারা মনোনীত হয়েছেন তারা সম্মানিত ব্যক্তি। গতকাল রাজধানীর বনানী কার্যালয়ে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের নেতৃত্বে বাগেরহাট জেলার নেতা-কর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এরশাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশকে নেতৃত্ব দিতে জাতীয় পার্টি ছাড়া কোনো বিকল্প দল নেই। দুই দল নিয়ে দেশবাসী দিশাহারা। সব জাতীয়তাবাদী দল জাপার পতাকাতলে আসবে। জাতীয় পার্টি একের পর এক চমক দেখাবে। অনেক রাজনৈতিক দল জাপার সঙ্গে ঐক্য করতে আগ্রহী। তিনি বলেন, জাপাই প্রকৃত জাতীয়তাবাদী পার্টি। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যাদের ঐক্য তারা জাতীয়তাবাদী দল হতে পারে না। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসব।’ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মেজর খালেদ আকতার (অব.), কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক, রাজ্জাক খান, মাখন সরকার প্রমুখ।

সর্বশেষ খবর