সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ক্ষমতাসীনরা তাদের রচিত ইতিহাস সঠিক মনে করেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ক্ষমতাসীনরা তাদের রচিত ইতিহাস সঠিক মনে করেন

ড. আলী রীয়াজ

ক্ষমতাশালীরা সঠিক উৎস থেকে রাজনৈতিক ইতিহাস রচনা করার চেষ্টা করেন না। যারা ক্ষমতায় থাকেন, তারা তাদের রচিত ইতিহাস সঠিক বলে মনে করেন। এটা আসলে ভুল ধারণা। বাংলাদেশের সঠিক রাজনৈতিক ইতিহাস জানতে হলে বহির্বিশ্বের বিভিন্ন রাজনৈতিক বই পড়তে হবে। বাংলাদেশের প্রকৃত ইতিহাস পঁচাত্তরের পর ভুলভাবে প্রচারের চেষ্টা করা হয়েছিল। এমনটাই বললেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রচনার সমস্যা’ বিষয়ক সেমিনার। সেখানে প্রধান বক্তা ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ। সেমিনারে আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লেখার প্রেক্ষাপটকে বিভিন্ন রাজনৈতিক শাসনামলের অবস্থান থেকে রচনা করার চেষ্টা করা হয়। বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত যে কটা বইপুস্তক রয়েছে, সেগুলোতে রাজনৈতিক ক্ষমতাসীনের কর্তৃত্বকালের প্রভাবে বিভাজনের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ইতিহাসবিষয়ক বেশির ভাগ পুস্তক রচনার ক্ষেত্রে বিভিন্ন সরকারের শাসনামলের প্রভাব লক্ষ্য করা যায়। এ জন্য সুস্পষ্ট রাজনৈতিক ইতিহাসের ভাষ্য রচনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। এ ছাড়া দু-একজন বাদে আমাদের অধিকাংশ রাজনীতিবিদই আত্মজীবনী লেখেন না, যা রাজনৈতিক ইতিহাস লেখার ক্ষেত্রে তথ্য প্রাপ্তিতে সমস্যা করে।’ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘বাংলাদেশের প্রকৃত ইতিহাস শুধু মুক্তিযুদ্ধের ৯ মাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা যদি শুধু ৯ মাসকে মুক্তিযুদ্ধের ইতিহাস হিসেবে বিবেচনা করি, তা ঠিক হবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ১৯৪৭ থেকে ’৫২ বা ১৯৫৬ থেকে ’৭১ যে কোনো জায়গা থেকেই শুরু করা যেতে পারে।’ আইবিএসের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ইশতিয়াক জামিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম মাসউদ আখতার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুজ্জামানসহ ইনস্টিটিউটের অর্ধশতাধিক গবেষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর