মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কানাডায় মসজিদে গুলিতে নিহত ৬

প্রতিদিন ডেস্ক

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। পুলিশ বলছে, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি। একে একটি সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করছে পুলিশ। মসজিদে হামলা ও হতাহত হওয়ার ঘটনাকে মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মুসলমানদের ওপর এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।’

স্থানীয় সময় রবিবার রাতে নামাজের সময় কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে বন্দুকধারীরা নির্বিচারে গুলি ছোড়ে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মসজিদটির ভিতরে থাকা অন্তত ৪০ জন মানুষের ওপর জনা তিনেক বন্দুকধারী নির্বিচারে গুলি ছোড়ে। তবে পুলিশ দাবি করেছে, তিনজন নয়, হামলায় দুই ব্যক্তি জড়িত ছিল। হামলায় জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ ছাড়া হামলার উদ্দেশ্য সম্পর্কেও কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ানগুই জানান, হামলার সময় মসজিদের ভিতরে তিনি ছিলেন না। তবে ভিতরে থাকা লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে ফোনে তাকে বিষয়টি জানান। ইয়ানগুই বলেন, এখানে কেন এমন হামলা হলো? এটা বর্বরতা। প্রধানমন্ত্রী ট্রুডো বিবৃতিতে আরও বলেন, কানাডার মুসলমানরা দেশের জাতীয় কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। কানাডার সমাজ, শহর ও দেশে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের কোনো ঠাঁই নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নির্বাহী আদেশের মাধ্যমে দেশটির দরজা শরণার্থীদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে মুসলিমপ্রধান সাতটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেন। এর পরিপ্রেক্ষিতে বিপন্ন শরণার্থীদের নিজ দেশে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী। এরই মধ্যে বন্দুকধারীদের হামলার শিকার হলো কুইবেক সিটির ওই মসজিদটি। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেন, কুইবেকের ঘটনার পর তার শহরের মসজিদগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে চোখ-কান খোলা রাখতে বলা হয়েছে। গত বছর জুনে ইসলামিক সেন্টারের এই মসজিটিতে একটি উপহার বক্স আসে যেখানে শূকরের মাথা ভরা ছিল এবং একটি ছোট নোট ছিল যেখানে লেখা ‘খাবার উপভোগ কর’। অথচ মুসলিমরা শূকরের মাংস খান না। এবার গুলি চালিয়ে মুসল্লি হত্যা করা হলো। এএফপি, সিএনএন, ইনডিপেনডেন্ট।

 

সর্বশেষ খবর