মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচনায় ১৪ বছর জেল

আরও দুই পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৭ এবং হজ প্যাকেজ-২০১৭-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে মন্ত্রিসভা গুরুতর জখম করলে যাবজ্জীবন এবং যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচনা বা অঙ্গহানি করলে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখে যৌতুক নিরোধ আইন, ২০১৭-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ ছাড়া নেত্রকোনায় শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় হজ ও ওমরা নীতিমালা এবং জাতীয় হজ প্যাকেজের খসড়া অনুমোদন দিয়ে মন্ত্রিসভা জানিয়েছে, এবারের হজে বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ১৭ হাজার ১৯৮ জন যেতে পারবেন। গত বছর এ সংখ্যা ছিল সরকারিভাবে ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১-এর আওতায় এবার হজে যেতে খরচ পড়বে ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২-এর আওতায় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। গত বছর প্যাকেজ-১-এ ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং প্যাকেজ-২-এ ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা নির্ধারিত ছিল। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার। গত বছর এ খরচ ছিল ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এই হিসাবে বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাওয়ার মৌলিক খরচ বেড়েছে ১ হাজার ৯৬ টাকা। এই মৌলিক খরচের সঙ্গে সৌদি আরবে বাড়িভাড়া, খাওয়া-দাওয়া, কোরবানিসহ অন্যান্য খরচ হজ এজেন্সিগুলো যোগ করবে। তিনি বলেন, সুবিধার ধরন অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে টাকার অঙ্কে হেরফের হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছর নিট বিমান ভাড়া দেড় হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া এবার সব হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিতে হবে। তিনি বলেন, এবার প্রতিটি হজ এজেন্সিকে সর্বনিম্ন ১৫০ জন এবং সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী পাঠানোর অনুমতি দেওয়া হবে। কোরবানির জন্য ৫০০ রিয়াল সৌদি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে জমা দিতে হবে। তারাই কোরবানি করে দেবে। এ ছাড়া বাড়িভাড়া, খাওয়াসহ অন্যান্য খরচ ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে।

যৌতুক নিরোধ আইন : মন্ত্রিসভা যৌতুক নিরোধ আইন, ২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। এ আইন সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন করা হয়েছিল। পরে তিন দফা এটি সংশোধন করা হয়। এবার সব মিলিয়ে নতুন আইন হচ্ছে, যাতে যৌতুকের সংজ্ঞাও বদলাচ্ছে। বিদ্যমান আইনে কোনো এক পক্ষের (বর বা কনে) পিতা-মাতা বা ব্যক্তি অন্য পক্ষের কাছে কোনো কিছু দাবি করলে এত দিন তা যৌতুক হিসেবে গণ্য হতো। আর সংশোধিত নতুন আইনে যৌতুকের সংজ্ঞায় বলা হয়েছে, বর বা বরের পিতা-মাতা বা প্রত্যক্ষভাবে বিয়েতে জড়িত বরপক্ষের অন্য কোনো ব্যক্তির কোনো কিছু দাবি করাকে যৌতুক বোঝানো হচ্ছে। তিনি বলেন, ‘নতুন আইনে বরপক্ষকেই আসামিভুক্ত করা হয়েছে। কারণ বরপক্ষই যৌতুক নেয়। আমাদের দেশের প্রেক্ষাপটে কনেপক্ষ যৌতুক নেয় এমন উদাহরণ নেই।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচনা বা অঙ্গহানি করলে কঠোর শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত আইনে। এতে বলা হয়েছে, আত্মহত্যার প্ররোচনার জন্য ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। একইভাবে মারাত্মক জখম করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের কথা বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যৌতুকের জন্য সাধারণ জখম করলে এক থেকে তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া ভিকটিমের ক্ষতি বিবেচনায় অর্থদণ্ডসহ আমৃত্যু ভরণপোষণ দেওয়ার রায় দিতে পারবে আদালত। তিনি জানান, যৌতুকের লেনদেন বা সহযোগিতার জন্য এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত খসড়ায়। এ ছাড়া যৌতুক নিয়ে মিথ্যা অভিযোগ বা মামলা করলে নতুন আইনে এটি অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন-সংক্রান্ত দুটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ দুটি বিশ্ববিদ্যালয়ই সরকারি অর্থায়নে প্রতিষ্ঠা করা হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জামালপুরের মেলান্দহ উপজেলায় বেসরকারি শেখ ফজিলাতুন নেছা মুজিব ফিশারিজ কলেজকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে কারিগরি ও বুদ্ধিবৃত্তিক সহায়তার জন্য ভারতের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষরের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আর প্রতিবছর ৬ মার্চকে জাতীয় পাট দিবস উদ্যাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সর্বশেষ খবর