মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইউনূসের আয়কর ফাইল তদন্তে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আয়ের পরিমাণ, উৎস, পরিশোধিত কর, দান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। প্রতিষ্ঠানটি ড. ইউনূসের নতুন-পুরনো সব ফাইল যাচাই-বাছাই করছে। জানা গেছে, এনবিআর ও বিভিন্ন সংস্থা যেসব বিষয়ে তদন্ত করছে তার মধ্যে রয়েছে— ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন প্রতিষ্ঠানটির তহবিল বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তরের বিষয়টি আইনানুগ হয়েছে কিনা। ক্লিনটন ফাউন্ডেশনে ড. ইউনূসের দান করা অর্থের উৎস এবং সম্প্রতি রিও অলিম্পিকে মশাল বহনের সুযোগ গ্রহণের জন্য তার প্রদত্ত চাঁদার উৎস অনুসন্ধান ও যাচাই করা। ড. ইউনূস নিজের বকেয়া কর দাবি পরিশোধ না করা নিয়ে উচ্চ আদালতে যে মামলা দায়ের করেছেন তা মনিটর করা। ড. ইউনূসের কাছ থেকে দান গ্রহণকারী তিনটি প্রতিষ্ঠান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টারের দান গ্রহণের প্রকৃতি, আয়ের অন্যান্য উৎস ও গৃহীত দান/অনুদান ব্যয়ের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা।

এর আগে গত ২৫ জানুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ড. মুহাম্মদ ইউনূসের আয়ের উৎস নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ড. ইউনূসের কর সুবিধা অপব্যবহারের বিষয়ে তদন্ত চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। এনবিআরও এখন ড. মুহাম্মদ ইউনূস ও তার সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের অনিয়ম এবং কর ফাঁকির বিষয়টি তদন্ত করছে।

 

সর্বশেষ খবর