মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মেরুদণ্ডসম্পন্ন সিইসি চাই

নিজস্ব প্রতিবেদক, রংপুর


মেরুদণ্ডসম্পন্ন সিইসি চাই

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কাজী রকিব উদ্দীন আহমদের মতো মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আর চাই না। আমরা আশা করছি, সার্চ কমিটি এমন একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুপারিশ করবে, যিনি রকিব উদ্দীনের মতো মেরুদণ্ডহীন হবেন না। আমরা মেরুদণ্ডসম্পন্ন ব্যক্তিকে সিইসি পদে দেখতে চাই। গতকাল রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।  নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজন করে ব্যক্তির নামের তালিকা চাওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, আমরা পাঁচজনের নাম চূড়ান্ত করেছি। আজ-কালের মধ্যে নামের তালিকা সার্চ কমিটির কাছে পাঠানো হবে। এরশাদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের আসনের উপনির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির পক্ষ থেকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নাম ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বিকালে সুন্দরগঞ্জ উপজেলার জাতীয় পার্টি আয়োজিত ফলগাছা ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট মাঠে এক জনসভায় তিনি এই ঘোষণা দেন।

জাপার সমালোচনাকারীরা জ্ঞানপাপী : সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে সমালোচকদের জ্ঞানপাপী বলেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। তিনি বলেন, আমরা ফাইল ছোড়াছুড়ি করিনি। প্রতিপক্ষকে অকথ্য ভাষায় গালাগালি করিনি। সরকারের ভালো কাজের প্রশংসা করেছি। গতকাল রাজধানীর শ্যামপুর থানা জাতীয় পার্টি এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। থানা জাপা সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে সভায় আরও বত্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, জহিরুল ইসলাম জহির, হানিফ সর্দার, মোতালেব হোসেন, মনি রহমান প্রমুখ।

 

সর্বশেষ খবর