বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা গলফের পর্দা উঠছে আজ

মেজবাহ্-উল-হক

বসুন্ধরা গলফের পর্দা উঠছে আজ

তৃতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেনের পর্দা উঠছে আজ। সকাল সাড়ে ৬টায় টি-অফের মধ্যদিয়ে চার দিনের এই টুর্নামেন্ট শুরু হবে। ২৩ দেশের ১৩৪ জন গলফার শিরোপার জন্য লড়াই করছেন। এর মধ্যে বাংলাদেশের রয়েছেন ৩৯ জন গলফার (৩৩ জন পেশাদার, ৬ জন অ্যামেচার)। হাইপ্রোফাইল গলফারদের মধ্যে রয়েছেন ভারতের জীব মিলখা সিং ও শুভঙ্কর শর্মা, সিঙ্গাপুরের মারদান মামত, থাইল্যান্ডের পানুফল ও বাংলাদেশের সিদ্দিকুর রহমান। তাদের যে কেউ-ই জিততে পারেন তৃতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপা। এ ছাড়াও দুবারের এশিয়ান ট্যুর বিজয়ী ভারতের রশিদ খান, কানাডার রিচার্ড টি. লি, যুক্তরাষ্ট্রের ক্যাসে অ’টুলের মতো তারকা গলফারও খেলছেন। শিরোপা জিততে পারেন ভারতের চিরাগ কুমার কিংবা মুখেশ কুমার বা অর্জুন প্রসাদের মতো তারকারাও। তবে এ তালিকায় থাকবেন বাংলাদেশের সেরা পাঁচ স্থানীয় গলফার— সজীব আলী, জামাল মোল্লা, দুলাল হোসেন, সাখাওয়াত সোহেল ও মোহাম্মদ নাজিম।

বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম দুই আসরে শিরোপা জিততে পারেননি বাংলাদেশের কোনো গলফার। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের অবস্থান ছিল ৩৮তম ও ৩৫তম। তবে এবার শিরোপার জন্য মরিয়া তিনি। সিদ্দিকুর বলেন, ‘দেশের মাটিতে এশিয়ান ট্যুরের শিরোপা জেতা আমার স্বপ্ন। দেশবাসীও আমার দিকে তাকিয়ে আছে। আমার বিশ্বাস এবার তাদের হতাশ হতে হবে না।’

প্রথম আসরের চ্যাম্পিয়ন মারদান মামত বাবার অসুস্থতার জন্য দ্বিতীয় আসরে বাংলাদেশে আসতে পারেননি। তবে এবার তার দৃষ্টি শিরোপায়, ‘এখানে আমি শিরোপা জিতেছিলাম। এবারও আমার ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে।’

তৃতীয় বসুন্ধরা ওপেনের সবচেয়ে বড় তারকা জীব মিলখা সিং। ৪টি ইউরোপিয়ান ট্যুর, ৪টি জাপান গলফ ট্যুর ও ৬টি এশিয়ান ট্যুরের শিরোপা জয়ী এই কিংবদন্তি গলফার প্রথমবারের মতো ঢাকা এসেছেন। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওপেনে খেলার। কুর্মিটোলার কোর্সের সঙ্গে ঠিকমতো পরিচয়ই হয়নি। তারপরও শিরোপার ব্যাপারে আত্মবিশ্বাসী। মিলখা বলেন, ‘আমি ভালো খেলার জন্যই এখানে এসেছি। আমার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছুই হবে।’

এ মুহূর্তে এশিয়ান ট্যুরের ‘অর্ডার অব মেরিট’-এর সেরা দশে রয়েছেন শুভঙ্কর শর্মা। ভারতীয় এই তরুণ গলফারের প্রত্যাশা, ‘গত দুই সপ্তাহ থেকে আমি ভালো করছি। সে কারণে আমার আত্মবিশ্বাস আছে। আমি চাই এখানে আমার সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে।’ থাইল্যান্ডের তারকা পানুফল বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশে এসেছি। সে জন্য ভালো খেলতে হবে। আমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী।’

সর্বশেষ খবর