শিরোনাম
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বুড়িগঙ্গা দূষণরোধে অ্যাকশনে জ্যাকব

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা দূষণরোধে অ্যাকশনে জ্যাকব

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে গতকাল ঢাকার কেরানীগঞ্জে দূষিত তরলবর্জ্য নির্গমনকারী বিভিন্ন ওয়াশিং এবং ডায়িং কারখানায় অভিযান চালানো হয়। পরিবেশ দফতরের এনফোর্সমেন্ট টিমসহ বিপুল সংখ্যক কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা ও ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে তিনি নেতৃত্ব দেন। অভিযানে ইটিপিবিহীন বিভিন্ন কারখানা সিলগালা, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় উপমন্ত্রী জ্যাকব বলেন, আমরা একটি সবুজ সুন্দর দূষণমুক্ত বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, কয়েক যুগ ধরে এসব কারখানার কারণে বুড়িগঙ্গা নদী দূষিত হয়ে পড়েছে। শুধু সভা-সেমিনারে সুন্দর বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করা সমীচীন নয়। আমরা সরেজমিনে এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার জন্য এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। উপমন্ত্রীর নেতৃত্বে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বেশকিছু অবৈধ ইটভাটা ও বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট টিমের পরিচালক মো. আলমগীর, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফকরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রুকছানা রহমান, পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো. আবদুল হাইসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অভিযানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর