শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শপথ নিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

শপথ নিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এক্সন মবিলের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রেক্স টিলারসন। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে তাকে শপথ পড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু এসব সমালোচনাকে থোরাই কেয়ার করে তাকেই নিয়োগ দিলেন ট্রাম্প। টিলারসন রাশিয়া ঘেঁষা ব্যবসায়ী হিসেবে পরিচিত। বুধবার সিনেট ৫৬-৪৩ ভোটে ৬৪ বছর বয়সী টিলারসনের নিয়োগ চূড়ান্ত করে। রিপাবলিকান সিনেটররা অবশ্য এর আগেই ট্রাম্পের মনোনীত স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিয়োগ নিশ্চিত করতে ডেমোক্রেট সিনেটরদের বয়কটের মুখেও নিয়ম পরিবর্তন করেছিলেন। শপথ নিয়ে টিলারসন বলেছেন, তিনি আমেরিকার জনগণের স্বার্থেরই প্রতিনিধিত্ব করে যাবেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, টিলারসনের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা  নেই। তিনি একজন ব্যবসায়ী। এ ছাড়া রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও পরীক্ষার মুখে পড়েছে। এ বিষয়টি নিয়ে অনেক সিনেটর উদ্বেগও প্রকাশ করেছে। তবে রিপাবলিকানরাসহ টিলারসনের অন্যান্য সমর্থকরা বলছেন, দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি একজন বলিষ্ঠ নেতাই হবেন। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর