শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে ফুলতলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জনি মোল্লা (৩৫) নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৭টার দিকে ফুলতলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তিনি ফুলতলার ঢাকুরিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জনি মোল্লা স্থানীয় বেজেরডাঙ্গা তরুণ সংঘ ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ জনি মোল্লাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফুলতলা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানিয়েছেন, জনি মোল্লা পুলিশের তালিকাভুক্ত আসামি। তিনি চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধে সালাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। কিছুদিন আগে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। সম্প্রতি জামিনে বের হয়ে এলাকায় আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় মাহমুদ (২৭) নামের স্থানীয় আরেক যুবক আহত হয়েছে। তবে পুলিশ তার অবস্থান নিশ্চিত করতে পারেনি।

সর্বশেষ খবর