সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বঙ্গবন্ধু কাপ ফুটবল

অপরাজিত চ্যাম্পিয়ন শেখ রাসেল

মাগুরা প্রতিনিধি

অপরাজিত চ্যাম্পিয়ন শেখ রাসেল

মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবলে চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিয়ে উল্লসিত শেখ রাসেলের ফুটবলার ও কর্মকর্তারা —বাংলাদেশ প্রতিদিন

ফুটবল ফুটবলই। এর সঙ্গে অন্য কোনো খেলার তুলনা চলে না। তা আবার প্রমাণ হলো মাগুরায়। বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় গতকাল বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র টাইব্রেকারে ৫-৪ গোলে বাংলাদেশ নৌ বাহিনীকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময় ম্যাচ গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে শেখ রাসেলের অরূপ  বৈদ্য, ফাইমন,এলিটা,দাইদা ও ইওকো গোল করেন। অন্যদিকে নৌবাহিনীর ইয়াসিন, ইব্রাহিম,রায়হান ও ড্যানিয়েল গোল করেন। ওয়ালসনের শট দৃঢ়তার সঙ্গে রুখে দেন শেখ রাসেলের গোলরক্ষক জিয়া। ফাইনাল ঘিরে গতকাল মাগুরা পরিণত হয় উৎসবের নগরীতে। সকাল থেকেই হাজার হাজার দর্শক স্টেডিয়ামে আসতে শুরু করে। কানায় কানায় ভরে যায় গ্যালারি। তারকা ভরপুর দুই দলের খেলা প্রাণভরে উপভোগ করেন দর্শকরা। নির্ধারিত সময়ে এগিয়ে যেতে পারত শেখ রাসেল। সহজ সহজ সুযোগ নষ্ট করায় তা আর হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে উৎসবে মাতে শেখ রাসেল। চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন শেখ রাসেলের ফুটবলাররা। দর্শকরা বিপুল করতালির মাধ্যমে অভিনন্দিত করে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন। এ সময়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাইনালে ম্যাচসেরা হন শেখ রাসেলের অরূপ বৈদ্য।

সর্বশেষ খবর