শিরোনাম
সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নতুন ইসির অধীনে উপজেলা ভোটে বিএনপি

গোলাম রাব্বানী

নতুন নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করলেও দলভিত্তিক প্রথম উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। ইতিমধ্যে দলীয়ভাবে ১৮ উপজেলায় প্রার্থী দিয়েছে দলটি। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন ইসির অধীনে ৬ মার্চ ভোট হবে এসব উপজেলায়। উপজেলা ভোটে চেয়ারম্যান, ভাইস  চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেই দলীয় প্রতীকে  ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে ৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই হয়েছে ১০  ফেব্রুয়ারি। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রয়েছে ১৭  ফেব্রুয়ারি।

এ বিষয়ে সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মনির  হোসেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দলীয় এ উপজেলা নির্বাচনে সিলেটে তিনটি পদেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে। বাছাইয়ে কয়েকজনের প্রার্থিতা বাতিল হয়েছে, আপিল ও প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে। তিনি জানান, স্থানীয় সরকারের এ নির্বাচনে তিনটি পদই দলীয় থাকছে। এ কারণে প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন হবে। সুষ্ঠু ভোটের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে। এ ছাড়া আগামী ২২ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি  পৌরসভায় ভোট। পরবর্তীতে ২২ মার্চ জাতীয় সংসদের গাইবান্ধা-১ আসনে রয়েছে উপনির্বাচন। এতে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি। এদিকে আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান। স্বতন্ত্র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচন করছেন মুক্তাদির আহমদ মুক্তা। এ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৫ জন। এরা হলেন— আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেমং মারমা, বিএনপির প্রার্থী ইউসুফ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাহলাপ্রু মারমা, উশ্যেপ্রু মারমা, শাহজ উদ্দীন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন জানান, বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত লিখিত কপি তাদের কাছে জমা দিয়েছেন। নতুন ইসির অধীনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি শতভাগ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর গণতন্ত্রের অংশ হলো নির্বাচন। আপনারা দেখেছেন- এর আগেও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে বিএনপির নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

 তারই ধারাবাহিকতায় এবারও নিচ্ছেন। এক্ষেত্রে নতুন কিংবা পুরনো ইসি বলে কোনো কথা নেই। তা ছাড়া দলের পক্ষ থেকেও সংশ্লিষ্ট এলাকার নেতা-কর্মীদের নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়টি ওপেন করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দলের তেমন কোনো মাথাব্যথাও নেই।

বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা এখনো নতুন সিইসিকে রিজেক্ট করিনি। শুরুতেই নতুন সিইসির অধীনে উপজেলা, পৌরসভাসহ অনেক নির্বাচন রয়েছে। এতে ইসির কার্যক্রম পর্যবেক্ষণ করব; নিরপেক্ষতা  দেখাতে পারলে নতুন ইসির বিষয়ে পয়েন্ট যোগ হবে। তিনি জানান, সামনের দীর্ঘ পথে নিরপেক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে নতুন ইসির। সব দিক বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেবে তার দল।

ইসি সচিবালয় জানিয়েছে, সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তিন পদে (সাধারণ নির্বাচন) ভোট হচ্ছে। এ ছাড়া  চেয়ারম্যান পদে কুড়িগ্রাম সদর, বরিশালের বানারীপাড়া,  গৌরনদী, ঝালকাঠির কাঁঠালিয়া, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের  হোসেনপুর; ভাইস চেয়ারম্যান পদে কুমিল্লার চৌদ্দগ্রাম, নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জ এবং নারী ভাইস  চেয়ারম্যান পদে পাবনার ঈশ্বরদী, কুমিল্লার সদর দক্ষিণে  ভোট হবে। এবার জেলা পরিষদের মতো উপজেলায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

সর্বশেষ খবর