সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল

নিজস্ব প্রতিবেদক

মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী পদ্মা সেতু ইস্যুতে মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি গতকাল পাঠানো এক বিবৃতিতে বলেন, আমি সংবাদপত্রের স্বাধীনতায় সম্পূর্ণভাবে বিশ্বাসী। কিন্তু পদ্মা সেতুর দুর্নীতির ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত খবর বাংলাদেশের কিছু কিছু সংবাদপত্রে যেভাবে দিনের পর দিন প্রকাশ হতে থাকে তাতে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি। এমনকি সংবাদ     প্রকাশের আগে আমার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা হয়নি। আবুল হাসান চৌধুরী বলেন, আমি মনে করি এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের পূর্বে আরেকটু সচেতন হলে আমার তথা দেশের ভাবমূর্তি এভাবে ক্ষুণ্ন হতো না।  তিনি বলেন, আমি আশা করব, যেসব সংবাদ মাধ্যম বিগত কয়েক বছর ধরে আমাদের ললাটে অপমানের কালিমা লেপন করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছিল তারা ন্যূনতম সৌজন্যবোধ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করবেন।

সর্বশেষ খবর