বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

স্বার্থে আঘাত লাগায় মিথ্যা অভিযোগ পদ্মা সেতুতে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন ব্যক্তির স্বার্থে আঘাত লাগায়, মিথ্যা অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। তার মতে, একটা ব্যক্তির স্বার্থে আঘাত লাগল বলে, সেই ব্যক্তি দেশের এত বড় একটা মূল্যবান প্রোজেক্ট... যা হলে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হতে পারত...। গতকাল জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদ— একনেক সভার শুরুতে প্রধানমন্ত্রী কারও নাম উল্লেখ না করে বলেন, ওই মিথ?্যা অভিযোগের পেছনে অন্য কোনো কারণ আছে বলে তিনি মনে করেন। শেখ হাসিনা আরও বলেন, আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছিল বা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কাজের গতিকে ব্যাহত করতে যারা তত্পর ছিল... সেটাও যে মিথ্যা, তা প্রমাণিত হয়েছে। ওই সময়ও আমি বলেছি, এখন আন্তর্জাতিকভাবে এটা প্রমাণিত। প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে পদ্মা সেতুর কাজ শুরু হলে এতদিনে তা শেষ হয়ে যেত। তার মতে, এখন যা প্রবৃদ্ধি আছে, তা আরও এক ভাগ বেশি হতে পারত। আমরা ৮ ভাগে চলে যেতে পারতাম। সে সম্ভাবনাকে ব্যাহত করে দিয়েছিল।  শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক আমাদের প্রতি মিথ্যা অভিযোগ দিয়েছিল। তাদের এই মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে অযথা একটা বছর জেল খাটতে হয়। এর থেকে আর লজ্জাজনক কিছুই নেই। একটা মানুষ জীবনে কতটা আঘাত পেতে পারেন? একজন সচিব তার জীবনে যে মূল্যবান সময় নষ্ট করল, তার সেবা থেকে দেশকে বঞ্চিত করা হলো, একটা মিথ্যা অভিযোগ থেকে... অহেতুক একটা মিথ্যা অপবাদ দেওয়া।

সর্বশেষ খবর