বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হবে পরিবেশবান্ধব প্লাস্টিক শিল্পনগরী

নিজস্ব প্রতিবেদক

হবে পরিবেশবান্ধব প্লাস্টিক শিল্পনগরী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ বিশ্ব বাজারে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্লাস্টিক পণ্য রপ্তানি করছে। পাশাপাশি দেশীয় বাজারে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য বিক্রি হয়। প্লাস্টিক পণ্য বৈচিত্র্যকরণ করতে হবে। এ খাতের উন্নয়নে সরকার পরিবেশবান্ধব সবুজ প্লাস্টিক শিল্পনগরী গড়ে তুলতে বদ্ধপরিকর। এ জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীরে যে প্লাস্টিকশিল্প নগরী গড়ে তোলা হচ্ছে, এতে প্রায় ১৮ হাজার লোকের কর্মসংস্থান হবে। সবমিলিয়ে প্লাস্টিক শিল্প অর্থনীতিতে বিশেষ জায়গা দখল করেছে বলে মনে করেন তিনি। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন-বিপিজিএমইএ আয়োজিত চার দিনব্যাপী ১২তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিপিজিএমইএ সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক প্রথম সহসভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি সালমান এফ রহমান। সমাপনী বক্তব্য দেন— বিপিজিএমইএ জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদ। পরে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এবারের প্লাস্টিক মেলায় দেশি-বিদেশি ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানিয়েছে বিপিজিএমইএ। এম এ মান্নান ব্যবসায়ীদের কয়েকটি দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, শিশুদের খেলনার ওপর ভ্যাট থাকা উচিত নয়। পাট আমাদের সম্পদ। তবে পাট নিয়ে কোনো আবেগ নয়। সালমান এফ রহমান বলেন, পাটের সঙ্গে পণ্য মোড়কজাতকরণ প্লাস্টিকের সমস্যা সমাধান দরকার। জসিম উদ্দিন বলেন, প্লাস্টিকের এই আয়োজন শুধু মেলা নয়। এটা বিশ্বে বাংলাদেশি শিল্প তুলে ধরার এক বিশাল সম্ভাবনা।

সর্বশেষ খবর