শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষা নিয়ে বস্তা বস্তা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রাথমিক শিক্ষা নিয়ে বস্তা বস্তা অভিযোগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ অভিযোগ করে বলেছেন, শিক্ষকদের পেনশনের কাগজপত্র প্রস্তুত করতে, শিক্ষকদের বদলি, নারী শিক্ষকদের মাতৃত্বকালীন ও অর্জিত ছুটি নিতে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে প্রকৃত ফলাফল পরিবর্তন, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে মেধা তালিকায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ বা ৫ম স্থানে উন্নীত করে ফল কারচুপি করা, শিক্ষকদের প্রশিক্ষণে মনোনয়নের জন্য আর্থিক লেনদেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষক পাঠদান না করে বাইরে পড়ানো কিংবা ব্যক্তিগত কাজে লিপ্ত থাকা, এ ক্ষেত্রে ওই শিক্ষকের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কর্তৃপক্ষের দেখেও না দেখার ভান করাসহ এ জাতীয় পাহাড়সম অভিযোগ প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে দুদকে জমা পড়েছে। এসব অভিযোগ শোধরাতে তিন মাসের সময় দেওয়া হলো। এ সময়ের মধ্যেই সব নিরসন করে নিতে হবে। গতকাল প্রাথমিক শিক্ষায় সুশাসন নিশ্চিতকরণে চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর