শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তাদের নির্বাচনী প্রকল্প হতে দেব না

নিজস্ব প্রতিবেদক

তাদের নির্বাচনী প্রকল্প হতে দেব না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, সরকার একটি বহুমুখী নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে পুলিশ দিয়ে নির্যাতন, জনগণের ভোটাধিকার হরণ, অবৈধভাবে ক্ষমতা দখল। কিন্তু নির্বাচনের নামে এসব প্রকল্প সফল হতে দেওয়া হবে না। তারা এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। কিন্তু এ চেষ্টাও সফল হবে না। এ নিয়ে নেতা-কর্মীদের ‘সব ধরনের’ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন। ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন নতুন নির্বাচন কমিশন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক এর আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, মনিরুজ্জামান মনির, মনজুর হোসেন ঈসা, ইসমাইল হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য দেন। আমীর খসরু বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করবে না। দলের প্রতিটি পদক্ষেপ হবে নিয়মতান্ত্রিক। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সরকারদলীয়দের প্রস্তাব প্রাধান্য পাওয়ায় রাষ্ট্রপতির ওপর জনগণের আস্থা নেই। রাষ্ট্রপতি আওয়ামী লীগের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। বাঙালি জাতি মুক্তিকামী। তাদের আটকে রাখা যাবে না।

সর্বশেষ খবর