রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
রাজশাহীতে সমাবেশে কাদের

ভোটের রাজনীতিতে বিএনপিকে ছোট করে দেখা ঠিক হবে না

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভোটের রাজনীতিতে বিএনপিকে ছোট করে দেখা ঠিক হবে না

রাজশাহীর মাদ্রাসা ময়দানে গতকাল আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি —বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন নালিশবাদী দল। প্রত্যেক দিন শুধু নালিশ আর নালিশ। অর্জন নেই, আন্দোলন নেই— কিচ্ছু নেই। তবে বিএনপি যত এলোমেলো, যত দুর্বলই হোক না কেন, তাদের সমর্থন দুর্বল নয়। ভোটের রাজনীতিতে বিএনপিকে ছোট করে দেখা যাবে না। কারণ আগামী সংসদ নির্বাচনে বিএনপিই হবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না। তা ভাবতে গেলে পরিস্থিতি ১৯৯১-এর নির্বাচনের মতো হবে। গতকাল দুপুরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়নে ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আছে নেতাদের আচরণে। আচরণটা শুদ্ধ করতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করেন। এখন ক্ষমতায় আছেন, কেউ কিছু বলছে না। আচরণ খারাপ হলে মানুষ ব্যালটে শাস্তি দিয়ে দেবে। তিনি বলেন, কে কী করেন, সব জানি। আমার নেত্রীও জানেন। দলে গণবিরোধী গডফাদার চাই না। জনপ্রিয় লিডার চাই। কর্মীবান্ধব নেতা হন, কর্মীদের মূল্যায়ন করুন। অনুপ্রবেশকারী বসন্তের কোকিলদের দলে ঠাঁই দেবেন না। ত্যাগী কর্মীদের নিয়ে কমিটি করবেন। পরগাছাদের নিয়ে কেউ দল ভারী করার চেষ্টা করবেন না। ওবায়দুল কাদের বলেন, মঞ্চের সামনে বসে থাকা সাধারণ কর্মীদের নিয়ে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। সমস্যা মঞ্চে বসে থাকা নেতাদের নিয়ে। আমরা কর্মীদের ব্যবহার করি। নিজেদের স্বার্থরক্ষার পাহারাদার বানাই। কর্মীদের বলি— কারও স্বার্থরক্ষার পাহারাদার হবেন না। তাহলে ভালো নেতা পাবেন না। অপকর্ম করলেও দলে ভালো লোক আসবে না। খারাপ লোক আমাদের দরকার নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। সমাবেশে রাজশাহী বিভাগের ৮ জেলার প্রায় ৩৫ হাজার নেতা-কর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. আবদুল খালেক, কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নূরুল ইসলাম ঠান্ডু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ রাজশাহী বিভাগের দলীয় এমপি, জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তৃতা করেন।

সর্বশেষ খবর