সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দেশের ১৭ ভাগ এলাকা ডুববে এটা সত্য নয়

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৭ ভাগ এলাকা ডুববে এটা সত্য নয়

আইনুন নিশাত

পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেছেন, উপকূলকে কীভাবে রক্ষা করতে হবে, সে বিষয়ে বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের কাছ থেকে শিখতে চায়। কারণ, এ বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। অনেকে বলছেন, বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা সমুদ্রে ডুবে যাবে, এটা সত্য নয়। বাঁধ না থাকলে বাংলাদেশ ডুববে। কিন্তু উপকূলীয় এলাকায় ১২ থেকে ১৫ ফুট উঁচু বাঁধ আছে। একমাত্র জলোচ্ছ্বাস হলে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে। কিন্তু তত দিনে বাংলাদেশের পক্ষে অধিক উঁচু ও টেকসই বাঁধ নির্মাণ করা কঠিন কোনো কাজ হবে না বলেও মত দিয়েছেন এই বিশেষজ্ঞ। গতকাল জাতীয় সংসদ ভবনের আইপিডি মিলনায়তনে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং কোস্ট ট্রাস্ট আয়োজিত ‘জলবায়ুর অভিঘাত হতে বাংলাদেশের উপকূল সুরক্ষা : বর্ষায় সামুদ্রিক জোয়ারের প্লাবন থেকে রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন দেশের বিশিষ্ট পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, শেখ মো. নুরুল হক, পঙ্কজ নাথ, দিদারুল আলম ও জেবুন্নেসা আফরোজ প্রমুখ। সংসদীয় কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, সমুদ্রের উচ্চতা ১ ফুট বাড়লে বাংলাদেশের ১৭ ভাগ উপকূলীয় এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। তবে তা ১০০ বছর পরের আশঙ্কা।

সর্বশেষ খবর