বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।’ গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘একুশের শহীদরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জীবন দিয়েছিলেন। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের জন্য বৃহত্তর আন্দোলন করতে হবে। আমাদের প্রতিজ্ঞা একুশের  চেতনার যে গণতন্ত্র তা হারিয়ে গেছে। তা পুনরুদ্ধারে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’

এর আগে সকালে মির্জা ফখরুল বিএনপি নেতাদের নিয়ে আজিমপুরে ভাষা শহীদদের কবরে যান। পরে বলাকা সিনেমা হলের সামনে থেকে নেতা-কর্মীদের নিয়ে প্রভাতফেরি করে শহীদ মিনারে আসেন। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তাইফুল ইসলাম টিপু, অধ্যাপক মামুন আহমেদ, আশরাফ উদ্দিন উজ্জ্বল, মুন্সী বজলুল বাসিত আনজু, হাসানুর রহমান হাসান, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, হেলাল খান, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, রাজিব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘একুশের চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। মুক্তিযুদ্ধের চেতনাও ছিল গণতন্ত্র। আজ  দেশকে গণতন্ত্রহীন রেখে ক্ষমতাসীনরা শহীদদের রক্তের সঙ্গে  বেইমানি করেছে।’

একুশের প্রথম প্রহরের পর রাত দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় মির্জা ফখরুল ছাড়াও দলের সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, মো. শাহজাহান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর