শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আমার নামে ফেসবুকে ভুয়া বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

আমার নামে ফেসবুকে ভুয়া বিবৃতি

কানাডার আদালতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বাক্ষর জাল করে ‘ভুয়া বিবৃতি’ প্রকাশের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তার স্বাক্ষর জাল করে ২২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কানাডার আদালত বিএনপির সঙ্গে বাকশালী আচরণ শুরু করেছে। এটা  কোনো মতে বরদাশত করা হবে না। এ রায় অস্পষ্ট, উদ্দেশ্যপ্রণোদিত ও কানাডার আদালত বিএনপিকে হেয় করার জন্য এ রায় দিয়েছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কে বা কারা আমার নামে কানাডার আদালত কর্তৃক রায় সম্পর্কিত বিষয় নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্বাক্ষর জাল করে ফেসবুকে ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি পোস্ট করেছে। আমার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই কোনো চক্র এ ধরনের জালিয়াতির আশ্রয় নিয়েছে। বিবৃতিতে আমার যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণরূপে অসত্য ও মিথ্যাচার। মিথ্যা বিবৃতির সঙ্গে জড়িত জালিয়াত চক্রকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি। এদিকে, সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ভুয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিএনপির প্যাড ব্যবহার করে মহাসচিবের সই নকল করে একটি বিবৃতি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কানাডার আদালত বাকশালী আচরণ শুরু করেছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিবৃতি সর্বৈব মিথ্যাই নয়, জালিয়াতি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনমনে বিভ্রান্তি তৈরি করার জন্য আমার মনে হয়, নিশ্চয়ই সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থা এর সঙ্গে জড়িত রয়েছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ গ্রহণের অনুরোধও জানান রিজভী। গণমাধ্যমে ভুয়া বিবৃতিটি আমলে না নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রিজভী।

সর্বশেষ খবর