শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সোমবার ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর লিডারস সামিটে (শীর্ষ সম্মেলন) অংশ নিতে ৬ মার্চ ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ মার্চ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। ২১ রাষ্ট্রের জোটের ২০ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলন। গত নভেম্বরে হাঙ্গেরি যাওয়ার পথে জরুরি অবতরণের পর এবার বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ চার মাসে দুটি দেশ সফর করলেও সেখানে বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট ব্যবহার হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো বিদোদোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। ইন্দোনেশিয়া দুই বছর ধরে আইওআরএ’র চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে। প্রথমবারের মতো আইওআরএ’র শীর্ষ সম্মেলন আয়োজন করছে ইন্দোনেশিয়া। এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয় হিসেবে থাকছে সমুদ্র নিরাপত্তা, দুর্যোগঝুঁকি মোকাবিলা, মত্স্যসম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো।

বাংলাদেশ বিমান সূত্রের খবর, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ৭৭৭-৩০০ মডেলের চার্টার্ড এয়ারক্রাফটে ঢাকা থেকে সরাসরি ইন্দোনেশিয়া যাবেন প্রধানমন্ত্রী। তিনি ৮ মার্চ বিমানের একটি ফ্লাইটে ফিরবেন। ঢাকা থেকে কুয়ালালামপুরে যাওয়া কমার্শিয়াল ফ্লাইট ইন্দোনেশিয়ায় গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে সরাসরি দেশে ফিরবে। ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।

সর্বশেষ খবর