শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে ইমিগ্রেশন কর্মীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর ছুরির আঘাতে সেখানে কর্মরত ইমিগ্রেশনের এক কর্মী আহত হয়েছেন। আহত ইমিগ্রেশন কর্মীর নাম মোজাম্মেল শহীদ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের চার নম্বর বহির্গমন ফটকে আবু মোবারক নামে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালানোর সময় এ ঘটনা ঘটে।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সকালে ইমিগ্রেশন চ্যানেল পার হওয়ার সময় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবু মোবারকের কাছে একটি ‘সুভ্যেনির ছুরি’ পাওয়া যায়।  এ নিয়ে মোজাম্মেল শহীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শহীদের হাতে ছুরির আঘাত লাগে। তবে মোজাম্মেল গুরুতর আহত নয়। 

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক ওমর শহীদ বলেন, ছুরিকাঘাত করা ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে আবু মোবারক নামে লন্ডনগামী এক যাত্রীকে বাংলাদেশ বিমানে ওঠার আগে বহির্গমন চার নম্বর গেটের সামনে তল্লাশি করা হয়। এ সময় তার লাগেজে একটি ছুরি পাওয়া যায়। ছুরিটি তাকে বের করতে বলা হলে তিনি তা করেননি। এক পর্যায়ে ছুরিটি বের করতে গেলে মোবারক ইমিগ্রেশন কর্মী মোজাম্মেল শহীদকে ওই ছুরি দিয়ে আঘাত করেন। এতে তার হাতের দুটি আঙ্গুল কেটে যায়।

সর্বশেষ খবর