মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা
১৪ উপজেলার ১৩টির ফল

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৫ বিএনপি ৩ স্বতন্ত্র ১

প্রতিদিন ডেস্ক

দেশের ৭ বিভাগের ১৪ উপজেলায় গতকাল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিএনপি এবং একটি স্বতন্ত্র  প্রার্থী বিজয়ী হন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫টিতে নৌকা,  বিএনপি ২ ও ১টিতে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : গৌরনদী এবং বানারীপাড়ায় যথাক্রমে আওয়ামী লীগের সৈয়দা মনিরুন নাহার মেরী ও গোলাম ফারুক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে সৈয়দা মেরী পেয়েছেন ৯৮ হাজার ৯৪৩ ভোট পান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনজুর হোসেন মিলন পেয়েছেন ২ হাজার ৭৮২ ভোট। বানারীপাড়ায় গোলাম ফারুক ৭৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টির মিজানুর রহমান চোকদার পেয়েছেন ৩ হাজার ৫৫০ ভোট। ধানের শীষের শাহ আলম মিয়ার প্রাপ্ত ভোট ২ হাজার ৯৮৭। সিলেট : ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির ময়নুল হক চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১৯ হাজার ৮৩৮টি ভোট পয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী আখতারুজ্জামান চৌধুরী জগলু পেয়েছেন ১৭ হাজার ৮৬৫ ভোট। নৌকার প্রার্থী আতাউর রহমান ৯ হাজার ৮০৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। কিশোরগঞ্জ : হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী জহিরুল ইসলাম মবিন। তিনি পেয়েছেন ২৭ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রার্থী বিদ্রোহী (আওয়ামী লীগ) মোহাম্মদ সোহেল পেয়েছেন ২১ হাজার ৩২৮ ভোট। নৌকার জহিরুল ইসলাম নূরু পেয়েছেন ১৯ হাজার ২২ ভোট। নির্বাচনে ১ লাখ ৩১ হাজার ৪৭৯ ভোটারের মধ্যে ৬৮ হাজার ২৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কুমিল্লা : আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট। এ নির্বাচনে ৩৪ দশমিক ৭৪ শতাংশ ভোট পড়েছে। নাটোর : বড়াইগ্রামে চেয়ারম্যান পদে নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ৬৬ হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষ প্রতীকের রাশেদুল ইসলাম রাসেল পেয়েছেন ৩৯ হাজার ২০৬ ভোট। উপজেলার ২ লাখ ৭ হাজার ৩৭৬ ভোটারের মধ্যে ১ লাখ ৫ হাজার ৬৬১ জন ভোট দিয়েছেন। পাবনা : সুজানগরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবদুল কাদের রোকন নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৪৭৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজারী জাকির হোসেন চুন্নু পেয়েছেন ৫ হাজার ৮৬৩ ভোট। এ ছাড়া ঈশ্বরদীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মাহমুদা বেগম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফাহিমা খানম বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭২ হাজার ৫০৯ ভোট। বিএনপির প্রার্থী বদিউজ্জামান অনিয়মের অভিযোগে পুনঃ ভোটের দাবি জানিয়েছেন। ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির আখতারুজ্জামান। নীলফামারী : জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ ৪১ হাজার ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মশিউর রহমান পেয়েছেন ১৫ হাজার ১৩৩ ভোট। উপজেলার ২ লাখ ৩০ হাজার ৫৯৪ ভোটের মধ্যে ৭১ হাজার ১৬১ ভোট পড়ে। সাতক্ষীরা : কলারোয়ায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরাফাত হোসেন জয়লাভ করেছেন। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩৯ হাজার ৪৯১। তার নিটকতম বিদ্রোহী প্রার্থী (আওয়ামী লীগ) কাজী আসাদুজ্জামান শাহাজাদা পেয়েছেন ৩২ হাজার ২৬৭ ভোট। সখীপুর : টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সধারণ কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন একলাছ হায়াৎ ছরোয়ার। তিনি পেয়েছেন ৯১৮ ভোট। তার নিকটতম ফজলুর রহমান পেয়েছেন ৬২৫ ভোট। সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আতাউর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ২৯ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকমল হোসেন পেয়েছেন ২৫ হাজার ১৯৮ ভোট। চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী অপর প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা পেয়েছেন ১৩ হাজার ৬১৫ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোছা. ফারজানা আক্তার নির্বাচিত হয়েছেন। খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা (আনারস) ৬ হাজার ৮৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেমং মারমা (নৌকা) ৫ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী আবু ইউছুপ (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৮৫৫ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত পুণ্য কান্তি ত্রিপুরা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ঝর্ণা ত্রিপুরা নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর