বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ম্যানহোলে পড়ে পথচারীর মৃত্যু

ওয়াসার এমডিকে হাই কোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট। আগামী ১৯ মার্চ এই দুজনকে হাই কোর্টে হাজির হয়ে ঘটনার বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা দিতে হবে। গতকাল বিচারপতি কাজী  রেজা-উল হক এবং বিচারপতি

মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট  বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। এ ছাড়া আদালত রুলও জারি করে। রুলে ম্যানহোলে পড়ে ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিবাদীদের দায়িত্বে অবহেলা এবং তাদের বিরুদ্ধে কেন ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়াও মৃত ব্যক্তির পরিবারকে  কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,  ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলে বিবাদী করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে ম্যানহোলের প্রায় ৪০ বর্গফুট আয়তনের একটি ঢাকনা খোলা ছিল। কিন্তু এখানে কোনো সতর্কবার্তা বা চারপাশে সংকেত ছিল না।

সর্বশেষ খবর