বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

প্রশ্ন রয়েছে শিক্ষার মান নিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রশ্ন রয়েছে শিক্ষার মান নিয়ে

প্রধানমন্ত্রীর দফতরের এসডিজি-বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘আমাদের শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)-২০৩০ অর্জনে শিক্ষাক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। অনেক দেশের চেয়েও আমরা ভালো করেছি।’ গতকাল রাজধানীর বেনবেইস কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষাক্ষেত্রে এসডিজি-২০৩০ শীর্ষক আলোচনা ও বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনেস্কো ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো। আবুল কালাম আজাদ বলেন, ‘শিশুদের শিক্ষার আওতায় আনা ও ঝরে পড়া রোধে আমরা অনেক সফলতা অর্জন করেছি। কিন্তু শিক্ষার মান অর্জনের জন্য অনেক ঘাটতি রয়েছে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আরও কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বিশ্বের সব দেশ এসডিজি অর্জনে কাজ করছে। আমাদেরও কাজ চলছে। কাজের অগ্রগতিও আশাব্যঞ্জক। শিক্ষা খাত নিয়ে আমরা অনেক কাজ করছি। সারা দেশে শিক্ষা খাত নিয়ে বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য অনুযায়ী কর্মপরিকল্পনা সাজালে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। এ জন্য চলতি মাসের মধ্যেই একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। শুধু শিক্ষা খাত নয়, দারিদ্র্য, পুষ্টিহীনতা, নারীর ক্ষমতায়ন, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে। যে মানের কথা আমরা বলছি, এর জন্যও কাজ হচ্ছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বই। এমন মানসিকতা নিয়ে এগিয়ে গেলে পৃথিবীর কোনো শক্তিই আমাদের থামিয়ে রাখতে পারবে না।’ এ সময় বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬-এর সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউনেস্কো ব্যাংককের প্রতিনিধি মাকি হায়াসিকাওয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ইউনেস্কো বাংলাদেশের প্রধান বিয়ারটিস কার্লুন প্রমুখ।

সর্বশেষ খবর