শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিএনপিও গুরুত্বের সঙ্গে নিয়েছে কুমিল্লা নির্বাচন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে শুধু আওয়ামী লীগই নয়, বিএনপিও গুরুত্বের সঙ্গে নিয়েছে। ভোটারদের কীভাবে আকর্ষণ করা যায় সে বিষয়ে নগর বিএনপি নেতারা চিন্তাভাবনা করছেন। মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করতে মাঠে-ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হওয়ায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেই তার সময় কাটছে। গতকাল সকাল থেকে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাক্কু কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন। সাক্কুর ব্যক্তিগত সহকারী কবির হোসেন জানান, সকাল থেকে নজরুল এভিনিউ, টমব্রিজ বাজার, লাকসাম রোড, মগবাড়ি, ভাটপাড়া, বিষ্ণপুর এলাকায় সাক্কু কুশল বিনিময় করেন। সাক্কু বলেন, আমি মেয়র হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তার ৭৫ ভাগ পূরণ করেছি। আমার কাজ দেখে জনগণ আমায় ভোট দেবে বলে বিশ্বাস করি। তিনি আরও অভিযোগ করেন, তার প্রতিপক্ষের লোকজন আচরণবিধি লঙ্ঘন করছেন। দুই-আড়াইশ গাড়ি নিয়ে শোডাউন করছেন। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর