শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
গল টেস্ট

সেঞ্চুরি মিস মুশফিকের

মেজবাহ্-উল-হক

একটুর জন্য টানা তিন টেস্টে সেঞ্চুরির রেকর্ড মিস হয়ে গেল মুশফিকের। গতকাল সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারেননি টাইগার-ক্যাপ্টেন। মাত্র ১৫ রান দূরে থাকতেই আউট হয়ে যান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে সেঞ্চুরির পর ভারতের বিরুদ্ধে হায়দরাদে সেঞ্চুরি করেছিলেন মুশফিক। কিন্তু গতকাল ৮৫ রানেই থেমে যায় তার ইনিংস। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ রয়েছে এখনো। তবে কাল খুব কাছে গিয়েও সেঞ্চুরি করতে না পারায় আক্ষেপের আগুনে পুড়ছেন বাংলাদেশের অধিনায়ক। টানা তিন সেঞ্চুরির রেকর্ড না হলেও সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে আরেকটি রেকর্ডের মালিক হয়েছেন মুশফিক। এখন টেস্টে সবচেয়ে বেশি (১৫টি) শতরানের জুটিতে অংশীদার তিনি। গতকাল বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থতার মিছিলে নেমে পড়লেও বুক চিতিয়ে লড়াই করেছেন মুশফিক। মিরাজের সঙ্গে তার শতরানের জুটি বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছে বাংলাদেশকে। এই জুটির কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে স্কোরটা ৩১২ হয়েছে। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করেছিল ৪৯৪ রান। প্রথম ইনিংসেই শ্রীলঙ্কার চেয়ে ১৮২ রানে পিছিয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে গতকাল ভেস্তে গেছে শেষ সেশনের খেলা। তবে এই বৃষ্টি উপস্থিত দর্শক ও লঙ্কানদের কাছে বিরক্তির কারণ হলেও টাইগারদের জন্য ছিল আশীর্বাদ! ব্যর্থতার দিনে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। কেননা কাল আরও ৩০-৩৫ ওভার খেলা হলে বাংলাদেশকে বড় টার্গেট দিত স্বাগতিকরা। তখন পরাজয়টা হয়ে যেত বাংলাদেশের জন্য সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এখন ম্যাচ বাঁচানোর জন্য একটা সুযোগ পাচ্ছেন মুশফিকরা। তা ছাড়া দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার কারণে সকালে গল আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট কিছুটা স্যাঁতসেঁতে থাকবে। এই সুযোগে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের কম রানে আটকে দিতে পারলে বাংলাদেশের সামনে জয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে!

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর