শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দারিদ্র্য দূরীকরণে শিক্ষার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

দারিদ্র্য দূরীকরণে শিক্ষার বিকল্প নেই

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দারিদ্র্য দূরীকরণ এখনো আমাদের একটি বড় চ্যালেঞ্জ। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত হলেই আমরা দারিদ্র্য দূর করতে পারব। এ জন্য বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে এসব কথা বলেন তিনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ-এর সেক্রেটারি জেনারেল এবং ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের অধ্যাপক ড. জন উড। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মুশফিক এম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সংসদে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন অনুমোদন পেয়েছে। শিগগিরই আইনটি কার্যকর করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সমাবর্তনে ৩ হাজার ১৭৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর