সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর পাল্টাপাল্টি বাস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।  শনিবার ঢাবির শিক্ষার্থীরা বাস ভাঙচুর করে। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাঙচুর করে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার সংবাদভিত্তিক একটি ওয়েবসাইট ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। এ বিভ্রান্তিতে ঢাবি শিক্ষার্থীরা টিএসটি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করে। এই ঘটনার পরে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস আটক করে ভাঙচুর করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস কারা ভেঙেছে তা জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা হয়েছে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে পারস্পরিক সহযোগিতা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, একটি ভুয়া সংবাদের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তাদের বিক্ষোভের একপর্যায়ে কে বা কারা জাহাঙ্গীরনগরের একটি গাড়ি ভাঙচুর করে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়, সে জন্য সতর্কতামূলক পূর্বপ্রস্তুতি ছিল। জানা গেছে, একটি অনলাইন নিউজ পোর্টালে ‘অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও ঢাবির হয়ে খেলতে পারবেন’ শিরোনামে একটি লেখা প্রকাশ করে। লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত হতে হতে এর অর্থ এমন দাঁড়ায় যে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার থেকে শুরু করে সব ধরনের সুবিধা পাবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এসব ভুয়া তথ্য পেয়ে শনিবার রাতে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে প্রথম ও দ্বিতীয় বর্ষের অর্ধশত শিক্ষার্থী জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা একটি বাস যাওয়ার সময় বাসের কাচ ভেঙে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর