সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সে একশ উদ্যোক্তার সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সে একশ উদ্যোক্তার সঙ্গে বৈঠক

নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও প্যারিসের মেয়র অ্যান হিদালগো ফ্রান্সের নেতৃস্থানীয় ১০০ জন সামাজিক ব্যবসা উদ্যোক্তার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে  প্রফেসর ইউনূস উদ্যোক্তাদের উদ্ভাবনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, একজন উদ্যোক্তা হিসেবে সামনে থাকা যে কোনো সমস্যারই আমরা সমাধান করতে পারি। আমরা যদি আমাদের সৃষ্টিশীল ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্ত  নিই, পৃথিবীর যে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব। রাজধানীর ইউনূস সেন্টার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসকে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলকভাবে উদযাপনের উপায় খুঁজে বের করতে ১০ মার্চ শহরের সিটি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস আরও বলেন, নতুন ব্যবসাগুলো ও তাদের উদ্যোক্তারা যে উৎসাহ দেখিয়েছেন তাতে আমি অভিভূত। প্যারিস ২০২৪ অলিম্পিক আয়োজনের জন্য প্রতিযোগিতায় এবং এ গেমসকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক ও সামাজিকভাবে দায়বদ্ধ করার লক্ষ্যে সহযোগিতা করতে তাদের ঐকান্তিক লক্ষ্য ও পরিষ্কার আগ্রহ এতে সুস্পষ্ট হয়েছে। তিনি প্যারিসবাসীর উৎসাহ ও নীতিগত সমর্থনে শহরটিকে আগামী দিনগুলোতে সামাজিক ব্যবসার বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন। একই দিন প্যারিসের মেয়র অ্যান হিদালগো ও তার শীর্ষ নির্বাহীবৃন্দ প্রফেসর ইউনূসের সাথে একটি পৃথক কৌশলগত সেশনে মিলিত হন। প্যারিস অলিম্পিককে ইতিহাসে অনবদ্য করে রাখতে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। মেয়র হিদালগো প্যারিসে ইউনূস সেন্টার চালু করার জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর