সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতির বৈধতা দিতেই জনমত উপেক্ষা

দুর্নীতির বৈধতা দিতেই জনমত উপেক্ষা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সিস্টেম লস ঠেকানো এবং দুর্নীতিকে বৈধতা দিতেই জনমতের তোয়াক্কা না করে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। কম আয়ের মানুষের ওপর শোষণ চালিয়ে মসনদে টিকে থাকা যাবে না। গতকাল সংগঠনের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ ১৩ মার্চ পূর্বঘোষিত জ্বালানি মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ কর্মসূচি সফলের জন্য দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতির ভাগবাটোয়ারা বৈধতা দিতেই সরকার সাধারণ জনগণকে শোষণ করার জন্য ওঠেপড়ে লেগেছে। তিনি বলেন, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ। উপরন্তু নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক। জনগণ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না।

সর্বশেষ খবর