শিরোনাম
শনিবার, ১৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
কুমিল্লা সিটি নির্বাচন

নৌকা ও ধানের শীষের প্রচারণায় কেন্দ্রীয় টিম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি নির্বাচনে নৌকা ও ধানের শীষের হেভিওয়েট দুই প্রার্থীর প্রচার-প্রচারণা জমে উঠেছে। দুই দলের কেন্দ্রীয় নেতারা রাত-দিন চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। স্থানীয় রাজনীতিতে আফজল খান—আ ক ম বাহাউদ্দিন বাহার গ্রুপে বিভক্ত আওয়ামী লীগে ঐক্যের সুর লক্ষ্য করা গেছে। সব ভেদাভেদ ভুলে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক ছাত্রলীগের শীর্ষ ও জনপ্রিয় নেতারা। তারাও ওয়ার্ডভিত্তিক কাজ শুরু করেছেন। গতকাল বিকালে কুমিল্লা টাউন হলে স্বেচ্ছাসেবক লীগের একটি অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাও উপস্থিত ছিলেন। প্রচারণার তৃতীয় দিনে সকাল থেকে সীমা নগরীর হাউজিং এস্টেট, তেলিকোনা, মুরাদপুর, কাটাবিল, ডিগাম্বরীতলাসহ বেশ কটি এলাকায় দলীয় নেতাদের নিয়ে প্রচারণা চালান। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা সিটি নির্বাচনের কেন্দ্রীয় টিম সমন্বয়ক কাজী জাফর উল্লাহ, সদস্যসচিব এনামুল হক শামীম, সদস্য অসীম কুমার উকিল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, প্রকৌশলী আবদুস সবুর, শামসুন্নাহার চাঁপা, ডা. রোকেয়া সুলতানা প্রমুখ। এদিকে সাবেক ছাত্রনেতাদের একটি টিম গতকাল ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালন শুরু করেছেন। নারায়ণগঞ্জের মতো কুমিল্লায়ও নির্দিষ্ট এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করছেন তারা। সাবেক ছাত্রনেতাদের মধ্যে ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, শাহজাদা মহিউদ্দিন, গোলাম সরোয়ার কবির, মেহেদী জামিল, শেখ সোহেল রানা টিপু, সৈয়দ হেমায়েত হোসেন, জহির সিকদার, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ। জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। তিনি সেখানে ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করেন এবং দিনভর প্রচারণা চালান। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা মার্কায় ভোট দিতে সিটির ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। নৌকায় ভোট দেওয়ায় স্বাধীনতা এসেছে। নৌকায় ভোট দিলে খাদ্যাভাব দূর হয়, গৃহহীন মানুষ গৃহ পায়। দেশে উন্নয়ন হয়। আসন্ন সিটি নির্বাচনে কুমিল্লার বাসিন্দাদের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে সীমাকে জয়যুক্ত করুন। আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কেউ পরাজিত করতে পারে না। দলীয় নেতা-কর্মীদের প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। মানুষের মন জয় করে ৩০ মার্চ জননেত্রী শেখ হাসিনাকে নৌকার জয় উপহার দিতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দিতে হবে। তিনি বলেন, কুমিল্লা সিটি নির্বাচনসহ আগামীতে প্রতিটি নির্বাচনেই নৌকার প্রার্থীকে বিজয়ী করুন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা গণসংযোগের সময় বলেন, ‘আমাকে সুযোগ দিন। নির্বাচিত হয়ে অতীতের মতোই আপনাদের সেবায় পাশে থাকব। নৌকা জাতির জনকের প্রতীক, উন্নয়নের প্রতীক এবং জননেত্রীে শেখ হাসিনার প্রতীক। আপনারা নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখুন।’

সাক্কুর পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা : এদিকে দলীয় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে গতকাল বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মো. শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. মোস্তাক মিয়া, আবদুল আউয়াল খান নগরীর ৯, ১০, ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে অংশ নেন। এ সময় তারা বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের সব অধিকার খর্ব করা হয়েছে। ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। অন্যদিকে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রচারে অংশ নেন।

সর্বশেষ খবর