রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

স্বাধীনতার এত পরেও নিরাপদ আবাস হয়নি দরিদ্রদের

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার এত পরেও নিরাপদ আবাস হয়নি দরিদ্রদের

ড. কামাল হোসেন

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, বৈষম্য দূর করতে সবার জন্য নিরাপদ জীবিকা এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সরকারের দৃষ্টি দিতে হবে। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি সংস্থা ব্লাস্টের উদ্যোগে ‘সমতার শহর নির্মাণ : আবাসন এবং জীবিকার অধিকারের সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। কামাল হোসেন আরও বলেন, স্বাধীনতার এতদিন পর এসেও দরিদ্রদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি। এখানে এক বৈষম্য বিস্তার করছে। এ বৈষম্য দূর করতে হবে। মোবাশ্বের হোসেন বলেন, শহরকে বিকেন্দ্রীকরণ ছাড়া মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা ঠেকানো যাবে না। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করলে মানুষ আর শহরমুখী হবে না। ইকবাল হাবিব বলেন, নগরায়ণ শুধু ধনীদের জন্য হলে চলবে না। এই শহরে যারা আমাদের সেবা করছে, বস্তিবাসীদের জন্যও নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে। বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থান ও জীবনধারণের অধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট আইন প্রয়োজন। বিকল্প আবাসন ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, পুনর্বাসন প্রকল্পের ব্যবস্থা, জাতীয় পরিকল্পনা গ্রহণ এবং দরিদ্র জনগোষ্ঠীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপরও জোর দেন তারা। আইনজীবী সারা হোসেন, ইউএনডিপি নগর প্রকল্প বিশেষজ্ঞ আশেকুর রহমানসহ অন্যরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর