রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি ষড়যন্ত্রে উন্নয়ন থামবে না

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি ষড়যন্ত্রে উন্নয়ন থামবে না

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জঙ্গি ইস্যু বানিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, দুষ্কৃতকারীদের অপচেষ্টা কখনো সফল হবে না। সব ষড়যন্ত্র রুখে দিয়ে মধ্যম আয়ের দেশে পৌঁছে যাবে বাংলাদেশ। আর এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো দেশের পোশাকশিল্প। ২০২১ সালে পোশাকশিল্প থেকে রপ্তানির লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার আয় করতে হলে তাদের সব ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বিজিএমইএ আয়োজিত জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনগুলোকে এখন ক্রেতাদের কাছে পণ্যের দাম বাড়ানোর বিষয়ে জোর দেওয়া উচিত। বিজিএমইএর জন্য নতুন একটি সুন্দর ভবন দরকার। নয় তো ক্রেতারা আকৃষ্ট হবেন কী করে। যারা রেমিট্যান্স আনছে দেশে তাদেরও নগদ প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হবে বলে জানান তিনি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুখ হাসান ও বিজিএমইএ সহসভাপতি মোহাম্মদ নাসির। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিজিএমইএ-এসআইপি জব ফেয়ারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এই মেলায় ৪০টি কোম্পানি স্টল দিয়েছে। চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন পদের বিপরীতে নিজেদের যোগ্যতা অনুযায়ী জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন অথবা ই-মেইল করে পাঠিয়ে দেবেন। কোম্পানিগুলো পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আবেদনকারীদের ডেকে নেবে। উত্তরা থেকে মেলায় চাকরির আশায় এসেছেন শহিদ আহসান। মেলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, চাকরি মেলার কথা শুনে জীবনবৃত্তান্ত নিয়ে এসেছি। কিন্তু আগে থেকে যদি কোন পদে আবেদন করতে হবে তা জানতে পারতাম তাহলে আরও বেশি সুবিধা হতো। তবে অনেকগুলো কোম্পানিতে একসঙ্গে আবেদন করেছি এবং আশা করি কিছু একটা ব্যবস্থা হবে। প্যাশন জিনস, ইন্টারটেক, শানিন গ্রুপ, বিটোপি গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান চাকরিপ্রত্যাশীদের জন্য বুথ বসিয়ে আবেদনপত্র জমা নিয়েছে। আর চাকরি মেলায় জীবনবৃত্তান্ত হাতে নিয়ে এসেছেন হাজারো চাকরিপ্রত্যাশী। চেষ্টা বেকারত্ব ঘুচিয়ে নিজের পায়ে দাঁড়ানো।

 

সর্বশেষ খবর