সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শতভাগ স্বচ্ছতায় জঙ্গি নির্মূল

সিরাজগঞ্জ প্রতিনিধি

শতভাগ স্বচ্ছতায় জঙ্গি নির্মূল

পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে দেশে জঙ্গি নির্মূল করা হচ্ছে। কিন্তু একটি মহল জঙ্গিদের নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে। গতকাল সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিংয়ের বিশাল সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সাধারণ মানুষের উদ্দেশে আইজিপি বলেন, ‘জঙ্গি ও মাদক দেশের প্রধান সমস্যা। এ সমস্যা সমাধানে সবাই কাজ করবেন। পুলিশ আপনাদের সঙ্গে থাকবে। আমরা চাই না দেশ তালেবান রাষ্ট্রে পরিণত হোক। সে জন্য এখন থেকেই প্রত্যেকের কাজ করতে হবে।’ পুলিশপ্রধান বলেন, ‘আমরা জঙ্গিদের হত্যা করতে চাই না। তাদের আত্মসমর্পণের সময় দেওয়া হয়। কিন্তু জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। জঙ্গিরা মনে করে, তারা মারা গেলে সরাসরি বেহেশতে যাবে।’ আইজিপি বলেন, জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করার যে সংস্কৃতি তা-ই হচ্ছে কমিউনিটি পুলিশিং। সামাজিক সচেতনতা ও নাগরিকদের দায়িত্ববোধ সৃষ্টিতে কাজ করবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা। তিনি বলেন, থানা থেকে টাউট বাটপার ও দালালদের সরাতে হবে। জনগণ সরাসরি পুলিশের কাছে যাবে। তাদের সমস্যার কথা বলবে। জনগণের সঙ্গে পুলিশের কোনো দূরত্ব থাকবে না। পুলিশ-জনগণের মধ্যে সেতুবন্ধ সৃষ্টির মাধ্যমে সুস্থ সমাজ গঠনই কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শোলাকিয়া ঈদের জামাতে কয়েকজন টুপি পরা মানুষ হামলা চালিয়েছিল। কিন্তু পুলিশ জীবন দিয়ে লাখ লাখ মানুষকে রক্ষা করেছে। তিনি বলেন, পুলিশ এখন জীবন দিতে জানে। তাই বাংলায় আর জঙ্গির উত্থান হবে না। মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গি দমনে আমেরিকা পারেনি, ভারত পারেনি, সেখানে বাংলাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ জঙ্গিমুক্ত হওয়ার পথে। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ আলম, র‍্যাব-১২ অধিনায়ক সাহাবুদ্দিন খান ও নারীনেত্রী জান্নাত আরা তালুকদার হেনরী। এর আগে কমিউনিটি পুলিশিং সমাবেশ উপলক্ষে শহরে র‍্যালি বের করা হয়।

 

সর্বশেষ খবর