মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দম্পতির লাশ নেবে না পরিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সীতাকুণ্ডের প্রেমতলার ‘ছায়ানীড়’ জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি দম্পতির লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন স্বজনরা। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে কামাল উদ্দিন ও জোবাইদার লাশ শনাক্ত করে তাদের পরিবার। কামালের বাবা মোজাফফর আহমদ বলেন, সে এত বড় ঘটনা ঘটাবে তা কখনো কল্পনাও করিনি। সে জঘন্য কাজ করে আমাদের মানসম্মান ডুবিয়েছে। আমাদের দেশবাসীর কাছে ছোট করেছে। তার দিকে আমি ফিরেও চাইব না। আমি লাশ নেব না। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোজাফফরের সঙ্গে একই এলাকার বাসিন্দা জোবাইদার বাবা নুরুল আলম মর্গে আসেন। সঙ্গে ছিলেন জোবাইদার ভাই জিয়াবুল হক। হাসপাতালে এলেও মেয়ের লাশ দেখতে যাননি নুরুল আলম। জিয়াবুল গিয়ে বোনের লাশ শনাক্ত করেন। জোবাইদার বাবা নুরুল আলম বলেন, ‘আমি লাশ নেব না। গত সাত-আট মাস ধরে আমার ছেলে জসিম আলাদা বাসায় থাকত। আমাদের সঙ্গে তেমন যোগাযোগ করত না। তবে কামাল ও জসিমের মধ্যে যোগাযোগ ছিল।’ চট্টগ্রামের পুলিশ সুপার নুর এ আলম মিনা বলেন, দুই জঙ্গির লাশ পরিবার গ্রহণ করবে না বলে জানিয়েছে। তাই লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত বুধবার দুপুরে সীতাকুণ্ডের আমিরাবাদের সাধন কুটির থেকে নারীসহ দুই জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে ছায়ানীড় ভবনে অভিযান চালায় পুলিশ।

 বুধবার বিকাল ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত চালানো ১৯ ঘণ্টার ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ অভিযানে এক শিশু এবং চার জঙ্গি নিহত হয়। অভিযানে জিম্মিদশা থেকে মুক্ত করা হয় ২১ জনকে। অভিযানে দুই সোয়াত সদস্য আহত হয়।

 

সর্বশেষ খবর