মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সিঙ্গাপুরের জন্য ইকোনমিক জোন

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুরের জন্য ইকোনমিক জোন

সিঙ্গাপুরে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,  দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনের কাজ চলছে। সিঙ্গাপুরের বিনিয়োগকারীরা চাইলে এখান থেকে তাদের জন্য এক বা একাধিক ইকোনমিক জোন বরাদ্দ করা হবে। বাণিজ্যমন্ত্রী গতকাল সিঙ্গাপুরে ‘সাউথ এশিয়া মার্কেট ইনসাইটস সিরিজ : বিজনেস অপরচুনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সিঙ্গাপুরের এসবিএফ অডিটরিয়ামে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে তোফায়েল আহমেদ বলেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন বিশ্বের মধ্যে আকর্ষণীয় স্থান। বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে সরকার। বিনিয়োগের ক্ষেত্রেও গ্রহণ করা হয়েছে উদারনীতি। মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে তার শতভাগ অর্থ ফেরত নেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে আইন দ্বারা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা হয়েছে। এর ফলে সিঙ্গাপুরের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভবান হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সেমিনারে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করে।  গত বছর সিঙ্গাপুরে ১৬৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে, একই সময়ে আমদানি করা হয়েছে ১৯৬৫ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।

সর্বশেষ খবর