মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মানুষকে ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর দর্শন

নিজস্ব প্রতিবেদক

মানুষকে ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর দর্শন

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানুষের প্রতি ভালোবাসাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির মূল দর্শন। আমাদের শিশুদের বঙ্গবন্ধুর জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বাঙালীদের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে স্বাধীনতা  এনে দেন। রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে গতকাল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত শিশু-কিশোর সমাবেশে তিনি একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন । অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিরাজুল ইসলাম মোল্লা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কায়কোবাদ, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, লায়ন মুজিবুর রহমান হাওলাদার প্রমুখ।  শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো. রকিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার শিরীন শারমিনের সাক্ষাৎ : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতিকে আগামী ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সম্মেলন আয়োজনের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। আসন্ন আইপিইউ সম্মেলনে ১১৩ দেশের ১ হাজার ৩০০ সংসদীয় প্রতিনিধি অংশ নিবেন। এরমধ্যে ৪৮ জন স্পিকার, ২৯ জন ডেপুটি স্পিকার ও ৬০০ জন সংসদ সদস্য রয়েছেন। সিপিএ চেয়ারপারসন আগামী সেপ্টেম্বর মাসে ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন আয়োজনের পরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া তিনি সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ আইপিইউ সম্মেলনের আয়োজনের সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সম্মেলনের কারণে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে আরও উজ্জ্বলতর হবে।’ রাষ্ট্রপতি সম্মেলনের সাফল্য কামনা করেন।

সর্বশেষ খবর