মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনায় আগ্রহ

কূটনৈতিক প্রতিবেদক

অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনায় আগ্রহ

বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীগুলোর অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফর নিয়ে আলোচনা করতেই পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশ নদী ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে সর্বোচ্চ লাভবান হতে পারে, সেটা নিয়েও কথা হচ্ছে। এজন্য অভিন্ন নদীগুলোর অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনাকেই বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা চলছে। নদী, কানেক্টিভিটি, জ্বালানি খাত উপ-আঞ্চলিক সহযোগিতার সঙ্গে জড়িত অনেক কিছু থাকবে সফরের আলোচনায়। বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল) আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে চারটি দেশ তাদের সহযোগিতা বাড়াবে। কানেক্টিভিটি প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, এটা অবশ্যই অগ্রাধিকার খাত। এখানে রেলওয়ে, হাইওয়ে, জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়বে।

সর্বশেষ খবর