বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার সাকল্যে দুই মাস পেরিয়েছে। এর মধ্যে মুসলিম বিদ্বেষী দুটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তার ‘গোয়ার্তুমি’র দুটি আদেশেই আটকে দিয়েছে দেশটির আদালত। এর মধ্যে গত ৬ মার্চ দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞাসংক্রান্ত একটি নতুন আদেশ দিয়েছেন। সেই আদেশ ইতিমধ্যে হাওয়াইয়ের ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে আটকে গেছে। এ বিতর্কের শেষ না হতেই এবার দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। উগ্রপন্থিরা অভিনব উপায় ব্যবহার করে যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী বিমানে নাশকতা চালানোর চেষ্টা করছে এমন দাবি করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রগামী নয়টি এয়ারলাইন্সের ফ্লাইটে ইলেকট্রনিক্স ডিভাইস বহনের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় যাত্রীরা তাদের কেবিন লাগেজে করে ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা ও ডিভিডি প্লেয়ারের মতো বড় ধরনের ডিভাইস বহন করতে পারবে না। কারণ এসব ডিভাইসে করে সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য বহন করতে পারে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। তবে মোবাইল ফোন ও অনুমোদিত চিকিৎসা যন্ত্রপাতি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকছে। স্থানীয় সময় গতকাল থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে হোমল্যান্ডে সিকিউরিটি বিভাগ। তবে এ নিষেধাজ্ঞা কতদিন চলবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়টি এয়ারলাইন্সের মধ্যে ইজিপ্ট, তার্কিস, কুয়েত, সৌদি, এমিরেটস এবং কাতার এয়ারলাইন্সও রয়েছে। আর এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো মরক্কো, তুরস্ক, মিসর, জর্ডান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।  বিবিসি।

সর্বশেষ খবর