বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ট্যানারি সরাতে বাধা তৃতীয় পক্ষ

নিজস্ব প্রতিবেদক

ট্যানারি সরাতে বাধা তৃতীয় পক্ষ

হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি সরাতে তৃতীয় পক্ষ জটিলতা সৃষ্টি করছে বলে জানিয়েছেন সংসদীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, সাভারে (চামড়া শিল্পনগরীতে) এখনো গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। জমি রেজিস্ট্রিও হয়নি। সিইটিপি ইনকমপ্লিট। এ অবস্থায় ব্যবসায়ীদের প্রেসার দিলে কীভাবে হবে? তিনি জানান, ট্যানারি স্থানান্তরে সরকার ও ব্যবসায়ী উভয় পক্ষই আন্তরিক। তারা সমাধান চায়। কিন্তু তৃতীয় একটা পক্ষ এখানে কাজ করছে। মনে হচ্ছে, পাটশিল্প ধ্বংসের মতো এখানেও কোনো ষড়যন্ত্র হচ্ছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গতকাল সংসদীয় কমিটির বৈঠকে নির্ধারিত সময়ে চামড়া শিল্পনগরী প্রকল্পের কাজ শেষ করার এবং গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ দেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে বৈঠকে চামড়া শিল্পনগরী ঢাকা প্রকল্পের কাজের অগ্রগতিসহ কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে এবং কত টাকার বিল পরিশোধ হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। এজন্য আগামী ১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিষয়ে বিসিআইসিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ-সংক্রান্ত প্রতিবেদন দুদকে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য মো. আবদুর রাজ্জাক ও রহিম উল্লাহ।

সর্বশেষ খবর