বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যু সমাধান হবে

ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যু সমাধান হবে

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যকার অমীমাংসিত সমস্যার সমাধান হবে। বিগত দিনে গঙ্গা চুক্তি, সীমান্ত চুক্তি শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। এবারও আমরা আশা করি নরেন্দ্র মোদি সরকার যে বিষয়গুলো আছে তার সমাধান করবেন। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার  হবে এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ উসকে দিচ্ছে। মনে হচ্ছে জঙ্গিদের জন্য বিএনপির দরদ উতলে পড়ছে। এটি লজ্জাজনক ঘটনা। বর্তমান সরকার জঙ্গিবাদ কঠোরভাবে দমন করবে। জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একটুও ছাড় দেওয়া হবে না। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাসদ আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে আওয়ামী লীগ এক নেতার প্রস্তাবের প্রেক্ষিতে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহী, চট্টগ্রাম ও জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী গণসংযোগ করবে ১৪ দল। এ ছাড়াও  ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে জোটটি। এ উপলক্ষে ২৫ মার্চ  বেলা ১১ টায় মিরপুর ১০ নম্বরে বধ্যভূমিতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সমাবেশ করবে ১৪ দল। আগামী ৩০ মার্চ যশোরের চুকনগরে সমাবেশ করবে। ১৪ দলের শরিক নেতা দিলীপ বড়ুয়ার নেতৃত্বে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একটি প্রতিনিধি দল সেখানে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানান তিনি।

সর্বশেষ খবর