বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
সাগর-রুনির অগ্রগতি প্রতিবেদন

অজ্ঞাত পরিচয় দুজনের ডিএনএ র‌্যাবের হাতে

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা তদন্তের অগ্রগতি প্রতিবেদনে তাদের ঘর থেকে অজ্ঞাত পরিচয় দুজনের ডিএনএ পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব। যুক্তরাষ্ট্রের ল্যাবে আলামত পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য আসার পর ওই দুজনকে শনাক্ত করতে চেষ্টা চলছে বলে র‌্যাবের প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি মহিউদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে প্রতিবেদন জমা  দেন। এর আগে ফেব্রুয়ারিতে আদালত র‌্যাবকে ২১ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২ মে দিন ধার্য করা হয়েছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর