বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
কুমিল্লা সিটি নির্বাচন : সাক্ষাৎকারে দুই প্রার্থী

অপরিকল্পিত কাজ নিয়ে নানা অভিযোগ : সীমা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

অপরিকল্পিত কাজ নিয়ে নানা অভিযোগ : সীমা

কুমিল্লা সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় বানাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, মেয়র পদে দলীয় ভিত্তিতে নির্বাচন হলেও আমি সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় বানাব না। আমার জন্য সবার দরজা উন্মুক্ত থাকবে। গত পাঁচ বছরে কুমিল্লা সিটিতে তেমন কোনো উন্নয়ন হয়নি। উত্তর অঞ্চলে কিছু অপরিকল্পিত কাজ হয়েছে, দক্ষিণ অঞ্চলে কোনো কাজই হয়নি। মানুষ শুধু নানা অভিযোগ দিচ্ছে। তিনি বলেন, তার নির্বাচনী ইশতেহারে বলেছেন, নির্বাচিত হলে ২৯টি খাতে উন্নয়ন করবেন। যানজট, জলাবদ্ধতা নিরসনসহ কুমিল্লাকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। তিনি বলেন, একশ বছরের পরিকল্পনাকে সামনে রেখে আগামী পাঁচ বছর কাজ করতে চাই। কুমিল্লা নগরী এখন মৃত্যুপথযাত্রী। এতে প্রাণের ছোঁয়া দিতে চাই। সীমা বলেন, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কাউন্সিলরসহ বিভিন্ন ক্ষেত্রে ১৫ বছর দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা দিয়ে নগরীকে সাজাতে চাই। যানজটের বিষয়ে বলেন, নগরের অসহনীয় যানজট নিরসনে জনসচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রয়োজনে ফ্লাইওভার, ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। ফুটপাথ জনগণের চলাচলের উপযোগী করা হবে। নগরীর চারপাশে বৃত্তাকার সার্কুলার রোড নির্মাণ করা হবে। এতে মূল শহরের ওপর যানবাহনের চাপ অনেকটা কমে আসবে। শিক্ষার বিষয়ে সীমা বলেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে দুটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। চালু করা হবে কর্মজীবী তরুণ-তরুণীদের কথা বিবেচনায় রেখে একটি নৈশমহাবিদ্যালয়। সিটি করপোরেশনের পূর্বাঞ্চলে মেয়েদের জন্য একটি মানসম্মত মাধ্যমিক বিদ্যালয় এবং সদর দক্ষিণ এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। চিকিৎসার বিষয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ৫০০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতাল স্থাপন করা হবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য সেখানে স্বল্প খরচে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি নগরীর প্রতিটি ওয়ার্ডের স্যাটেলাইট ক্লিনিকের চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি করা হবে।  সিটির সদর দক্ষিণ অংশের বিষয়ে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের অংশ হলেও গত পাঁচ বছরে সেখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। সদর দক্ষিণের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে সিটি করপোরেশনের অচল আঞ্চলিক কার্যালয়টিকে সচল করা হবে। এখানে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লাকে একটি অসাম্প্রদায়িক পরমতসহিষ্ণু শহর হিসেবে গড়ে তুলব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী ও সংখ্যালঘু ভোটারও তার জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। আচরণবিধি নিয়ে সাক্কুর অভিযোগ সত্য নয় বলে জানান সীমা। কুমিল্লা সিটি নির্বাচনে সুন্দর পরিবেশ বিরাজ করছে বলেও তিনি জানান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানান। কুমিল্লার উন্নয়নে অবদান রেখে নিশ্চয়ই প্রধানমন্ত্রীও সবাইকে সম্মানিত করবেন।

সর্বশেষ খবর