বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
কুমিল্লা সিটি নির্বাচন : সাক্ষাৎকারে দুই প্রার্থী

সব উন্নয়ন পাঁচ বছরে সম্ভব নয় : সাক্কু

কুমিল্লা প্রতিনিধি

সব উন্নয়ন পাঁচ বছরে সম্ভব নয় : সাক্কু

বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, উন্নয়ন কাজ একটি চলমান প্রক্রিয়া। পাঁচ বছরে সব উন্নয়ন সম্ভব নয়। কুমিল্লা একটি নতুন সিটি করপোরেশন। শুধু দুটি পৌরসভাকে একত্র করে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে। তবুও আমি চেষ্টা করেছি। ড্রেনের পাশে দাঁড়িয়ে থেকে  গভীর রাতেও ময়লা পরিষ্কার করিয়েছি। আমি বিরোধী দলের মেয়র ছিলাম, নানা প্রতিবন্ধকতার মাঝেও আমি ৪০০ কোটি টাকার কাজ করেছি। বুধবার তার বাসায় বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কুসিক কার্যালয়কে দলীয় কার্যালয় বানানোর বিষয়ে সাক্কু বলেন, এ অভিযোগ ঠিক নয়। আমি একটি দল করি, আমার কাছে দলের লোক আসতেই পারে। তবে সব দল-মতের লোকেরই আমি কাজ করেছি। এমন কেউ বলতে পারবেন না যে তাকে ফিরিয়ে দিয়েছি। নারী ও সংখ্যালঘু ভোটার বিষয়ে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকা ঠিক নয়। এখানে প্রতীক দিলেও স্থানীয় একটি বিষয় কাজ করবে। আমার প্রতিদ্বন্দ্বী নারী তাই তাকে সব নারী ভোট দেবেন এমন ধারণা ঠিক নয়। তাহলে তাকে কি পুরুষরা ভোট দেবেন না? নারী-পুরুষ, সংখ্যালঘু সবার ভোট আমি পাব। কারণ আমি বিগত দিনে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সীমার ইশতেহার সম্পর্কে বলেন, তিনি যে ইশতেহার দিয়েছেন আমি তার অধিকাংশ আগেই বাস্তবায়ন করেছি। বিশেষ করে তিনি শহরের চারপাশে বৃত্তাকার সার্কুলার রোড নির্মাণ করার কথা উল্লেখ করেন। তিনি শুক্রবার তার ইশতেহারে আরও বিস্তারিত উল্লেখ করবেন বলে জানান। তবে তিনিও ইশতেহারে যানজট এবং জলাবদ্ধতাকে আরও বেশি গুরুত্ব দেবেন বলে জানান। আচরণবিধি সম্পর্কে বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন আচরণবিধি লঙ্ঘন করছেন। তার চারটি প্রচার মাইকের লোকজনকে মারধর করা হয়েছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি বিরোধী দলের মেয়র হলেও জনগণকে ফেলে পালিয়ে যাইনি। সামর্থ্য অনুযায়ী কাজ করেছি। বাকি অসমাপ্ত কাজ করার জন্য আপনার মূল্যবান ভোট প্রত্যাশা করছি।

সর্বশেষ খবর