বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
স্বাধীনতা দিবস

সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা দিবস ও জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কঠোর নজরদারি চলছে সর্বত্র। রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি বাড়ানো হয়েছে। একই সঙ্গে চেকপোস্টে সদাসতর্ক রয়েছে পুলিশ ও র‌্যাব। কূটনৈতিক পল্লী গুলশান-বনানীতে পুলিশি তত্পরতা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে বিমানবন্দর, নৌবন্দর, কারাগারসহ স্পর্শকাতর সব স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পদ্মা সেতু প্রকল্প এলাকা, বাংলাদেশ টেলিভিশন ভবন, বেতার ভবন, কমলাপুর রেলস্টেশন, সচিবালয় এলাকা, কূটনৈতিক এলাকা, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস, বিদ্যুৎকেন্দ্র, বিশ্ববিদ্যালয় এলাকা, বাস, লঞ্চ টার্মিনাল ও ভিআইপি এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের প্রতিটি জেলায়। গুলশান-বনানী এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ‘ডিপ্লোম্যাটিক জোন’ এ দুটি এলাকার হোটেল-রেস্টুরেন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, স্বাধীনতা দিবস সামনে রেখে সারা দেশে নিরাপত্তা ছক তৈরি করা হয়েছে। সে অনুযায়ী যেসব স্থানে সাধারণের উপস্থিতি বেশি থাকে সেসব স্থান নজরদারির মধ্যে রাখা হয়েছে। এ ছাড়া অপরাধপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, চেকপোস্ট, মোটরসাইকেল টহল বাড়ানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, পুলিশ সতর্ক অবস্থায় আছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ কাজ করছে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত টিম ছাড়াও অন্যান্য ইউনিটগুলো সতর্ক আছে।

সর্বশেষ খবর